‘অসহায় মানুষের জন্য কাজ করছে ত্রাণ মন্ত্রণালয়’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘কিছু অসাধু ব্যক্তিদের কারণে আগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্নীতি হলেও বর্তমানে মন্ত্রণালয়টি দুর্নীতিমুক্ত রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।’
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে অসহায় দুঃস্থ ও শীতার্তদের হাতে কম্বল, শিশুদের সোয়েটার ও শিশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্তদের পাশে দাঁড়াতে ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গ সফরে আসা হয়েছে। একজন মানুষও শীতে কষ্ট পাবে না, কেউ থাকবে না গৃহহীন হয়ে। গৃহ নির্মাণে প্রতিটি মানুষের পাশে থাকবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।’
এ সময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জেলা শীতার্ত ও ছিন্নমূল, দুস্থ শিশুদের হাতে পাঁচশ কম্বল, চারশ সোয়েটার ও ১২৫ জার হরলিক্স বিতরণ করেন।
এর আগে দুপুরে দুর্যোগ ও ত্রাণ প্রতি মন্ত্রী ডা. মো. এনামুর রহমান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।