অস্ত্র-সন্ত্রাসের মাধ্যমে আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আ.লীগ : কৃষিমন্ত্রী

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. ড. আব্দুর রাজ্জাক। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মো. ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘২০২৩ সালের নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের যে হুমকি দিচ্ছে, সেসব আন্দোলন যদি তারা অস্ত্র-সন্ত্রাস-তাণ্ডবের মাধ্যমে করতে চায়, আওয়ামী লীগ তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’

আজ বৃহস্পতিবার সকালে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ঔষধি গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘২০২৩ সালে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল—বিএনপিসহ ছোট ছোট দলগুলো আন্দোলনের হুমকি দিচ্ছে, সংগ্রামের হুমকি দিচ্ছে। তারা বলে, আগামী ঈদের পরে (আন্দোলন) করবেন; পরে বলবেন পূজার পরে করবেন। তারপরে বলবেন, বসন্ত আসছে, বসন্তের পরে করবেন। এগুলো আমরা মোকাবিলা করেছি। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার মতো শক্তি আওয়ামী লীগের রয়েছে।’

‘আমরা প্রশাসনের ওপর নির্ভরশীল নই। তবে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের জীবন-মালামালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের দায়িত্ব রয়েছে। একটি সাংবিধানিক সরকার, বৈধ সরকার—এ সরকার থাকা অবস্থায় এটি আমাদের নৈতিক দায়িত্ব সকল মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। সেটি আমরা দেব। এবং কোনো আন্দোলন যদি অস্ত্রের মাধ্যমে কেউ করতে চায়, সন্ত্রাসের মাধ্যমে করতে চায়, একটি তাণ্ডব সৃষ্টি করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা সেটি রাজনৈতিকভাবে মোকাবিলা করব’, যোগ করেন কৃষিমন্ত্রী।   

এ সময় সংসদ সদস্যসহ কৃষি অধিদপ্তরের মহাপরিচালক, কৃষি মন্ত্রনালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। পরে কৃষিমন্ত্রী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।