অ্যাটর্নি জেনারেল হলেন আমিন উদ্দিন

অ্যাটর্নি জেনারেল পদে সুপ্রিম কোর্ট আইনজীবী বার সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার নিয়োগ সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রণালয়ের জনসংযোগবিষয়ক কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে আজ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।‘
এ এম আমিন উদ্দিন সদ্যপ্রয়াত অ্যাটর্নি জেনালের মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হবেন।
মাহবুবে আলম (৭১) গত ৪ অক্টোবর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। যদিও সবশেষ পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ এসেছিল।