অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ গ্রেপ্তার ৫

Looks like you've blocked notifications!
জয়পুরহাটে গ্রেপ্তার পাঁচ ডাকাত সদস্য। ছবি : এনটিভি

জয়পুরহাটে অ্যাম্বুলেন্স নিয়ে ডাকাতি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে জেলা সদরের ‘পাকার মাথা’ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতদলের আরও চার থেকে পাঁচজন সদস্য পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন আবির হোসেন, রনি আকরাম নয়ন, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন ও আবুল বাশার। তাদের বাড়ি জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, গতরাতে জয়পুরহাট শহরতলীর পাকার মাথা এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সূত্রে খবর জানতে পেরে ওই এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সসহ ওই দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা করা হয়েছে।