অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাবিয়া আক্তার জুঁই (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নিয়াতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রী উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের জুয়েল কিশোরের মেয়ে। শিশুটি আলহাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও এর চালক শরীফকে (২৯) আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল সে। এরপর কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়ক পার করে দিয়ে তাঁর মা ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই জুঁই রাস্তার পাশ দিয়ে হেঁটে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় একটি বালুবোঝাই ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই জুঁইয়ের মৃত্যু হয়।