আওয়ামী লীগ থেকে কাদের মির্জার পদত্যাগের ঘোষণা

Looks like you've blocked notifications!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

কাদের মির্জা মুঠোফোনে এনটিভি অনলাইনকে আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে নির্যাতিত হওয়ার পরও দল থেকে কোনো প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

আবদুল কাদের মির্জা জানিয়েছেন, তিনি দলের কোনো কর্মকাণ্ডের সঙ্গে থাকবেন না। তবে তাঁর কর্মী-অনুসারীরা দলীয় কর্মকাণ্ডে যুক্ত থাকলে তিনি তা সমর্থন করবেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে সরে দাঁড়িয়েছেন আবদুল কাদের মির্জা। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং বর্তমান সময়ের প্রশাসনের কাছে আমি বারবার নির্যাতিত হয়েছি। এ নির্যাতনের কথা আমি যেখানে-যেখানে জানানো উচিত, সবখানেই জানিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি।’

পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে কাদের মির্জা বলেন, ‘আমি পদত্যাগের ঘোষণা দিয়েছি। এখনো পদত্যাগপত্র জমা দিইনি। দ্রুতই যথাযথ স্থানে জমা দিয়ে দেব।’

অনুসারীদের উদ্দেশে আবদুল কাদের মির্জা বলেন, ‘যাঁরা আমার ভক্ত বা অনুসারী, তাঁদের জন্য বলব, আপনারা চাইলে দলে থাকবেন, না চাইলে থাকবেন না। যাঁরা দলে থাকবেন, আমি দূর থেকে তাঁদের সাপোর্ট দেব। আর আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সঙ্গে আছি, সেখানে থাকব।’