আকবর আলি খানের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, সাবেক সচিব, অর্থনীতিবিদ ও লেখক ড. আকবর আলি খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দিনগত রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় বিএনপির মহাসচিব মরহুম ড. আকবর আলি খানকে একজন নির্ভিক, ষ্পষ্টভাষী, সমাজ ও রাজনীতি সচেতন বুদ্ধিজীবী হিসেবে উল্লেখ করে বলেন, ‘তিনি সত্য উচ্চারণে এবং মানুষের বাক, ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন নির্ভীক ও সোচ্চার। মানুষের নাগরিক অধিকারের পক্ষে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। সত্য কথা অপ্রিয় হলেও সেটি অকপটে বলতে কখনো দ্বিধা করেননি। অর্থনীতি, ইতিহাস, সাহিত্য ও সমাজ নিয়ে তাঁর চিন্তা ও লেখনিতে ছিল গভীর অন্তর্দৃষ্টি। ড. আকবর আলি খানের মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারাল।’
শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘আমি ড. আকবর আলি খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’
বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে আকবর আলি খানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টা ৪০ মিনিটে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।