আকাশনীলের ডিরেক্টরসহ দুজন রিমান্ডে

Looks like you've blocked notifications!

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আকাশনীল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমান এবং ডিরেক্টর ইফতেখার উজ-জামান রনির চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকিরুল ফিরোজ দুই আসামি হাজির করে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুজনের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, রুহুল আমিন রোহান (২২) নামের এক গ্রাহক গত ১৭ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় আকাশনীল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মশিউর রহমানসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন। 

মামলা দায়েরের পর গত ২০ মার্চ রাতে ফরিদপুর থেকে মশিউর রহমানকে এবং ঢাকা থেকে ইফতেখার উজ-জামান রনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।