আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ, অভিযুক্ত আটক
কুমিল্লার লালমাই উপজেলায় আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল মতিন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে লালমাই থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন রায় চৌধুরী অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আজ সোমবার লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভিকটিম কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত আবদুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, তদন্ত চলমান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে কৃষক আবদুল মতিন, গত ৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে একই গ্রামের রিকশা চালকের ৯ বছরের শিশুকন্যাকে আখ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। শিশুটির বাবা কুমিল্লা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং মা অন্যের বাড়িতে কাজ করে। বিকেলে মা বাড়িতে ফিরলে শিশুটি ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত ১৪ জুলাই লালমাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।