‘আগামীতে কৃষক লীগের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় আনব’

Looks like you've blocked notifications!
বাংলাদেশ কৃষক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। ছবি : এনটিভি

কৃষক লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনের দশম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সবাইকে সঙ্গে নিয়ে কৃষকবান্ধব সংগঠন গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন নতুন নেতারা।

কৃষকলীগের দশম জাতীয় সম্মেলন উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সব জেলা ও রাজধানীর বিভিন্ন স্থান থেকে  সম্মেলনস্থলে যোগ দেন কাউন্সিলর ও ডেলিগেটরা। সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সারাদিনই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

দুপুরের পর সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন। এ সময় সভাপতি পদে মোট ১১জন এবং সাধারণ সম্পাদক পদে ১৩ জনের প্রার্থিতা ঘোষণা করা হয়। এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনার আলোকে দলের সহযোগী সংগঠনের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

কৃষক লীগের নতুন সভাপতি সমীর চন্দ বলেন, ‘গ্রাম কমিটি, ইউনিয়ন কমিটি, থানা কমিটি, জেলা কমিটির মধ্য দিয়ে আমরা বাংলার কৃষকের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজেকে উৎসর্গ করব।’

সমীর চন্দ এর আগে কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আর কৃষক লীগের প্রথম নারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাড়াও ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠন পরিচালনার প্রত্যয় জানান, কৃষক লীগের নয়া নেতারা।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘আমার কৃষক-কৃষাণীরা আমাদের পক্ষে থাকবেন। আগামী দিনের নির্বাচনে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে কৃষক লীগের মাধ্যমে আমরা আবার ক্ষমতায় আনব।’

এ সময় সম্মেলনে যোগ দেওয়া কাউন্সিলর ও ডেলিগেটরাও স্বাগত জানান কৃষক লীগের নতুন সভাপতি-সাধারণ সম্পাদককে।

কৃষকলীগের সম্মেলন শেষে সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে  নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান কৃষক লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।