আগামী বছর দেশে ৬৮ লাখ ৪২ হাজার টন সারের প্রয়োজন
আগামী ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হবে। আজ সোমবার (৩ এপ্রিল) সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভায় সারের এ চাহিদা নির্ধারণ করা হয়।
সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভা শেষে কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘গত চার বছরে সারের দাম এক টাকাও বাড়ানো হয়নি। অর্থ মন্ত্রণালয় বারবার আমাদের ওপর সারের দাম বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। তবে, প্রধানমন্ত্রী সারের দাম না বাড়ানোর কথা বলেছেন। এ বছরও আমাদের সারের দাম বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। সারের দাম বাড়ানো হবে না।’
দেশের সারের মজুত ও চাহিদার বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষক যাতে পর্যাপ্ত পরিমাণ সার পায় সেজন্য সভায় সারের চাহিদা নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৩-২৪ অর্থবছরে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন সারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’