আগামী শনিবার থেকে ঝিনাইদহে শুরু হচ্ছে বিধিনিষেধ

Looks like you've blocked notifications!
ঝিনাইদহে বিধিনিষেধ কার্যকর করতে জেলা প্রশাসনের সভা অনুষ্ঠিত হচ্ছে। ছবি : এনটিভি

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আগামী শনিবার (১৯ জুন) থেকে ঝিনাইদহে শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। করোনাভাইরাসের প্রকোপ কমাতে ঝিনাইদহ জেলায় সব পৌরসভা এলাকায় উক্ত আদেশ কার্যকর হবে।

বিধিনিষেধের অংশ হিসেবে বিকেল ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরনের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও শুধুমাত্র জেলা শহরে ইজিবাইকসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল অব্যাহত থাকেবে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ অনেকে।

সভায় মহেশপুর উপজেলার সীমান্ত সংলগ্ন ছয়টি ইউনিয়নে আগের জারি করা নিষেধাজ্ঞার মেয়াদ আরও সাতদিন বাড়ানো হয়েছে।

গেলো ২৪ ঘণ্টার শেষ হিসেব অনুযায়ী ঝিনাইদহ জেলায় ১২০ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জন করোনা শনাক্ত হয়েছে। শতকরা হিসেবে আক্রান্তের হার ৩৫ শতাংশ। আজ বুধবার জেলার সদর হাসপাতালে মারা গেছেন একজন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬১ জন।