আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন শুরু : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আগামী সপ্তাহ থেকে অনলাইন মিডিয়ার নিবন্ধন দেওয়া শুরু হব। এরই মধ্যে আবেদন যাচাই-বাছাই শেষ হয়েছে। যারা নিবন্ধন পাবে না, তারা ওই অনলাইন মিডিয়া আর চালাতে পারবেন না।’
আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, ‘এ পর্যন্ত তিন হাজার ৫৯৭টি আবেদন জমা পড়েছে। গতকাল পর্যন্ত যেসব আবেদন পড়েছে সেগুলো থেকে বাছাই করে আগামী সপ্তাহে নিবন্ধন দেওয়া শুরু হবে। যারা নিবন্ধন পাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে সামনেও আবেদন নেওয়া হবে। সামনে অনলাইন করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে।’
পর্যায়ক্রমে টিভি ও পত্রিকার অনলাইনগুলোও নিবন্ধনের আওতায় আনা হবে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘টিভিতে বিদেশি সিরিয়াল প্রচার করতে অনুমোদন দিতে বাছাই কমিটি করা হয়েছে। এ কমিটিতে সাতজন প্রতিনিধি থাকবেন। যাচাই-বাছাই করে অনুমোদন দেবে কমিটি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘মোবাইল কোম্পানিগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করে বিজ্ঞাপন চালাচ্ছে। অনুমতি ছাড়া তারা এটা করতে পারে না। এটাকে শৃঙ্খলার মধ্যে আনার লক্ষ্যে কাজ করছি আমরা। এ ছাড়া ব্যক্তিগতভাবে ইউটিউব চ্যানেল খুলে ব্যবসা করলে, করারোপ করা হবে। তাদের আইপি টিভির রেজিস্ট্রেশন নিতে হবে।’