‘আগামী ১০ দিন কেউ পেঁয়াজ না কিনলে দাম স্বাভাবিক হয়ে যাবে’

Looks like you've blocked notifications!
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি

ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সিন্ডিকেট করার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আগামী ১০ দিন আপনারা পেঁয়াজ কেনা বন্ধ রাখেন। দেখবেন দাম কমে স্বাভাবিক হয়ে যাবে।’ আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় আমরা চাপে পড়ে গেছি। গত বছরও ভারত এটা করেছে। ভারতের এ কাজের পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কি না, তা আমার জানা নেই।’

এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত ডব্লিউটিওর নীতি ভঙ্গ করছে কি না, তা আমরা খতিয়ে দেখব। আগামী এক মাস মানুষকে পেঁয়াজ খাওয়ার বিষয়ে ধৈর্য ও সহনশীল হতে হবে। মানুষ সহনশীল হলে দাম স্বাভাবিক হবে। দয়া করে এক মাস সাশ্রয়ী হোন।’

টিপু মুনশি বলেন, ‘প্যানিক সৃষ্টি করে ব্যবসায়ীরা সুবিধা নিচ্ছে। এখন যাদের প্রয়োজন এক কেজি, তিনি কেনেন ১০ কেজি। এটাই সমস্যা।’ আগামী ১০ দিন কেউ পেঁয়াজ না কিনলে দাম স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে সিন্ডিকেট করতে হবে। আগামী ১০ দিন আপনারা পেঁয়াজ ক্রয় না করে ব্যবহার বন্ধ রাখেন। দেখবেন দাম এমনিতে কমে যাবে।’

এদিকে পেয়াঁজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানান, বাংলাদেশ শিগগিরই এ বিষয়ে একটি ইতিবাচক ফলের অপেক্ষায় রয়েছে।