আচরণবিধি মানলে ভোট সুষ্ঠু হবে : রিটার্নিং কর্মকতা

Looks like you've blocked notifications!

প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মানাতে পারলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০২০ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা এসব কথা বলেন। সভায় ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবুল কাসেম বলেন, ‘আমরা যদি প্রার্থী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মানাতে পারি, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি, ১ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব। ঢাকা উত্তরে এখন পর্যন্ত মাত্র ১৯টি অভিযোগ পেয়েছি। প্রতীক বরাদ্দ দেওয়ার সময় সব প্রার্থী প্রতিজ্ঞাও করেছেন যে, তাঁরা আচরণবিধি মেনে চলবেন।’

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘সবাই বলছে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো আছে। এটা আমাদের জন্য একটি ভালো দিক। আর বাকি যে কয়টা দিন আছে, এ কয়দিন যদি আমরা নির্বাচনী আচরণবিধি মানাতে পারি তাহলে ৯৯ ভাগ সফল হব। ভোটররা যে প্রার্থীকে পছন্দ করবে তাঁকেই সে ভোট দেবে।’

ইসির উপসচিব ফয়সাল কাদির বলেন, ‘একেকটা এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। কাউন্সিলর প্রার্থীরা দলীয় পরিচয় ব্যবহার করে ভোট চাইছে। ভোর থেকেই মাইকিং শুরু করে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। এমনকি মসজিদেও ভোট চাওয়া হচ্ছে। এসব বন্ধে কঠোর হওয়া দরকার।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি মেজর করিম বলেন, ‘মানসিকভাবে বিজিবি প্রস্তুত রয়েছে। নির্দেশনা পেলেই ভোটের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১-এর এসিপি নজরুল ইসলাম বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে র‍্যাব। এখন পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আনসারের জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন বলেন, ‘দুই সিটির প্রায় আড়াই হাজার ভোটকেন্দ্রে আনসার ও ভিডিপি নির্বাচনী দায়িত্বে থাকবেন। এ জন্য পাঁচ হাজার শটগান ও ৫০ হাজার কার্টিজ ইস্যু করতে হবে ইসিকে।’

ডিএমপির উপকমিশনার (ডিসি অপারেশন্স) প্রবীর কুমার রায় বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার চলছে। পুলিশকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে। তা তাঁরা যথাযথভাবে পালন করবেন।’

ঢাকা উত্তরের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভারো। আশা করি, ভোটের দিন পর্যন্ত ভালো থাকবে।’