১১২ কোটি টাকা আত্মসাৎ

আজিজ কো-অপারেটিভের তাজুলের জামিন আবেদন খারিজ

Looks like you've blocked notifications!
আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেড। ফাইল ছবি

পাঁচ হাজারের বেশি সাধারণ গ্রাহকের ১১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এম তাজুল ইসলামের বিরুদ্ধে করা জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

পরে আজহার উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমরা তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি নিয়ে অন্যকোনো বেঞ্চে যাব।’

মামলার অভিযোগে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সমবায় সমিতিকে ব্যাংক হিসেবে প্রচার করে লভ্যাংশের ফাঁদে ফেলে প্রতিষ্ঠানটি। লভ্যাংশ তো দূরের কথা আসলই পরিশোধ করেননি তিনি। কানাডায় থাকা দুই ছেলের নামে আত্মসাতের টাকা পাচার করেছেন তাজুল ইসলাম।