আজিমপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন হেলপার

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

রাজধানীর আজিমপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে সানোয়ার হোসেন (২৬) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানোয়ারের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পলাশিয়ায়। তার বাবার নাম আক্কাস আলী।

দুপুরে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোরশেদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘নিহত সানোয়ারকে হাসপাতালে আনা হলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।’

ওসি এম এ মোরশেদ বলেন, ‘দেওয়ান পরিবহণের একটি বাস রাখা ছিল আজিমপুর এলাকায়। বাসের চালক জাহিদ হাসান বাসটি পেছনের দিকে নিচ্ছিলেন। সে সময় সানোয়ার পেছনে ছিলেন। কিন্তু, চালক জাহিদ জানতেন না। ওই সময় বাসের পেছনের চাকার নিচে পড়ে আহত হন সানোয়ার। পরে জাহিদই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যান। তারপর চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে ও চালক জাহিদকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি। তবে, মামলা হবে।’