আজ থেকে খুলল মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো
করোনার কারণে দীর্ঘদিন মৌলভীবাজারের দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হয়েছে। গত ১ এপ্রিল লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধাবকুণ্ড ইকোপার্কের জলপ্রপাত, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেইক, বাইক্কাবিলসহ সব পর্যটন স্পট করোনা মহামারির কারণে বন্ধ করে দেওয়া হয়।
করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর নিষেধাজ্ঞার কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর শর্তসাপেক্ষে ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। কিন্তু খুলে দেওয়া হয়নি মাধবকুণ্ড ইকোপার্কের জলপ্রপাত ও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আরও কয়েকটি পর্যটন স্পট।
এ বিষয়ে বন্যাপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, সরকারঘোষিত পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পরিপত্র পাওয়ার পর আজ শুক্রবার সকাল ১০ থেকে শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধাবকুণ্ড ইকোপার্কের প্রধান ফটক খুলে দেওয়া হয়।