আজ ফাগুনে মিশেছে ভালোবাসার রং
‘যত গোপনে ভালোবাসি পরান ভরি/পরান ভরি উঠে শোভাতে/যেমন কালো মেঘে অরুণ-আলো লেগে/মাধুরী উঠে জেগে প্রভাতে।’ প্রেমাবেগের তুমুল উচ্ছ্বাস বইয়ে দিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই লিখেছেন ‘মানসী’ কাব্যগ্রন্থে। গোপন গহিনের ভালোবাসা প্রকাশের সেই দিন আজ।
মনের যত বাসনা, অব্যক্ত কথা ডালাপালা মেলে ছড়িয়ে পড়বে বসন্তের মধুর হাওয়ায়। মনে লাগবে দোলা, ভালোবাসার রঙে রঙিন হবে হৃদয়। ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ হয়ে প্রহর কেটেছে যেসব প্রেমপিয়াসীর, তাঁদের মনের না-বলা কথা প্রস্ফুটিত হবে।
আজ বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। ভালোবাসার মানুষটাকে একটু আপন করে অনুভূতি ব্যক্ত করার জন্য কত রকমের আয়োজন এ দিনে। আজ পয়লা ফাল্গুনও। প্রতিবারই ১৩ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন পালন হলেও এবার ২৯ দিনে ইংরেজি মাস ফেব্রুয়ারি হওয়ায় এর ব্যত্যয় ঘটে।
ঋতুরাজ বসন্তের আগমনের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে ভালোবাসার। দুইয়ে মিলে প্রাণবন্ত হোক আমাদের যত আশা, ‘ফাগুনের আগুন লাগে তোমার হৃদয়ে, বলি হে সখা সেজেছো কেমন নতুনের আগমনে’। ঋতুরাজ বসন্ত। এ ঋতুতে প্রকৃতিকন্যা নতুন রূপে সজ্জিত হয়। বিশেষ করে গাছে নতুন কচি পাতার আগমন ঘটে। ‘শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়ার আবাসে চারিদিক লাল রাঙা হয়ে পড়ে।’ বসন্তে রমণীরা হলুদ-লালচে শাড়ির মিশেলে নিজেদের সুন্দরভাবে সাজিয়ে তোলেন।
তেমনি ভালোবাসা দিবসেও অপরূপে সজ্জিত হয় বিভিন্ন বয়সী। আজ ফাল্গুনের প্রথম প্রহরে রক্তিম লালিমা নিয়ে সূর্য তার ভালোবাসায় প্রকৃতিকে নবরূপে সজ্জিত করে। আজ আপনজনকে ভালোবাসা বিলানোর দিন।
ভালোবাসা শুধুই লোক দেখানো নয়, ভালোবাসা আত্মার এক নিবিড় সম্পর্ক। ভালোবাসে না, এমন মানুষ খুব কমই আছে পৃথিবীতে। ভালোবাসা মনের সব অন্ধকারকে দূর করে আলোর সন্ধান এনে দেয়। ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। তবুও আমরা ভ্যালেন্টাইনের প্রেমের কাহিনিকে অবলম্বন করে ভালোবাসার জন্য দিনক্ষণ পেতে রেখেছি। ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই। ভালোবাসা খুবই আবেগ আর স্নেহমাখা বুলি। ভালোবাসা শুধু প্রেমিক-প্রেমিকার মাঝে সীমাবদ্ধ নয়। ভালোবাসাটা জগৎজুড়ে এক মায়ার বন্ধন। মা-বাবা, আত্মীয়স্বজন সবাই ভালোবাসার অংশ।
ভালোবাসা অন্য রকম অভিজ্ঞতা। কেউ ভালোবেসে হাসে, কেউ বা ভালোবেসে হাসায় অন্যজনকে। ভালোবাসা দিবসে কেউ ছুটে আপনজনের সান্নিধ্যে, কেউ আবার ভালোবাসার টানে ছুটে যায় ছিন্নমূলের কাছে। কেউ ভালোবাসে, কেউ ভালোবাসায়। এই ভালোবাসাবাসির মধ্যখানে আবার কেউ এসে দেয়াল হয়ে দাঁড়ায়। পবিত্র ভালোবাসার জয় দেখতে আগ্রহী আমরা সবাই। ভালোবাসায় পরিপূর্ণ হোক সবার জীবন।