আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ
আজ ২১ জুন রোববার উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। আর কাকতালীয়ভাবে আজই সূর্যগ্রহণ। তবে এটি পূর্ণগ্রাস বা আংশিক সূর্যগ্রহণ নয়। আজ দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
এ গ্রহণে চাঁদের ছায়া সূর্যের ওপর এমনভাবে পড়ে, যাতে সূর্যের চারপাশে আলোর বলয় দেখা যায়। এ গ্রহণে চাঁদের ছায়া সম্পূর্ণভাবে সূর্যকে গ্রাস করতে পারে না। বলয়গ্রাস গ্রহণে অমাবস্যার চাঁদ সূর্যকে মাঝখান থেকে ঢেকে ফেলে। তাই তখন পাশ থেকে আলোর মালা দেখা যায়। এটি ‘রিং অব ফায়ার’ নামে পরিচিত। এ ক্ষেত্রে চাঁদ পৃথিবী থেকে এর দূরতম বিন্দুর কাছাকাছি অবস্থান করে। এ সময় চাঁদ, পৃথিবী ও সূর্য প্রায় সরলরেখায় অবস্থান করে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে রিং অব ফায়ার বা বলয় দেখা যায়। অত্যন্ত মনোরম এই মহাজাগতিক দৃশ্য দেখার ইচ্ছা হতেই পারে। তবে খালি চোখে গ্রহণ দেখা অত্যন্ত বিপজ্জনক বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহণ দেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার কথা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সঠিক পদ্ধতি বা নিরাপদে গ্রহণ দেখার যন্ত্রপাতি ছাড়া গ্রহণ দেখতে গেলে অতিবেগুনি রশ্মি ও ইনফ্রারেড রশ্মির আঘাতে রেটিনায় সমস্যা হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন, গ্রহণের সময় একমুহূর্তের জন্যও সূর্যের দিকে খালি চোখে তাকানো উচিত নয়, কারণ যদি গ্রহণে ৯৯ শতাংশ সূর্যকেও ঢেকে ফেলে চাঁদ, তবুও অবশিষ্ট রশ্মি চোখের ক্ষতি করার জন্য যথেষ্ট। তেজস্ক্রিয়তা প্রতিরোধে সঠিক অপটিক্যাল ঘনত্ব রয়েছে, এমন সোলার ফিল্টার দিয়ে গ্রহণ দেখা যেতে পারে। যথাযথ ঘনত্বের অ্যালুমিনিয়াম মিলার ফিল্ম ও কালো পলিমারও নিরাপদ। এগুলো গ্রহণ দেখার বিশেষ গগলসে বা চশমায় থাকে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
পেরিস্কোপ, টেলিস্কোপ বা দূরবীনের সাহায্যে গ্রহণ দেখার সময় সূর্যের দিকে সরাসরি তাকাতে নিষেধ করা হয়েছে। গ্রহণের সময় সূর্য থেকে আসা রশ্মি অত্যন্ত সংবেদনশীল থাকে, যা চোখে প্রভাব ফেলতে পারে। সানগ্লাস বা ঘষা কাচ দিয়েও গ্রহণ দেখতে বারণ করেছে নাসা। বাজারে আইএসও স্বীকৃত বিশেষ সোলার গ্লাস দিয়ে একমাত্র এ গ্রহণ দেখা নিরাপদ। সেসব গ্লাস ব্যবহারের আগে অবশ্যই ব্যবহার নির্দেশিকা পড়ে নিতে উপদেশ দিয়েছেন বিজ্ঞানীরা। কোনোভাবে সে গ্লাস ভাঙা বা দাগ থাকলে ব্যবহার করতে নিষেধ করেছেন তাঁরা।
বাংলাদেশ থেকে আজকের পূর্ণ বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে না। দক্ষিণ এশিয়ার এ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে সূর্যগ্রহণ শুরু হবে সকাল ১১টা ১৭ মিনিটে। আজ রোববার আকাশ পরিষ্কার থাকলে দেশের বিভিন্ন জায়গা থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।
রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০; ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩; সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
সূর্যগ্রহণ শেষ হবে দুপুর ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে। বিশ্বের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ শুরু হবে রোববার সকাল ৯টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে। সর্বাধিক গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে দুপুর ১২টা ৪০ মিনিটে।