আতিকের নির্বাচনী অফিস উদ্বোধন, খতিয়ে দেখবে ইসি
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম তাঁর উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। তবে তিনি নির্বাচন অফিস উদ্বোধন করলে বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কারণ, নির্বাচনী আইন অনুযায়ী আতিকুল ইসলাম প্রতীক পাওয়ার আগ পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
আতিকুল ইসলামের নির্বাচনী অফিস উদ্বোধন সম্পর্কে এক প্রশ্নের জবাবে আবুল কাসেম বলেন, ‘এটা দেখি আগে। বিষয়টি আমরা এখনো জানি না। ওখানে আমার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আর সহকারী রিটার্নিং কর্মকর্তা আছে, তাদের সঙ্গে আলোচনা করে আপনাদের জানাব।’
অফিস উদ্বোধনের বিষয়টি প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে আবুল কাসেম বলেন, ‘প্রমাণিত হলে আমাদের যে বিধিবিধান আছে, সেটার আলোকেই আমরা ব্যবস্থা নেব।’
প্রার্থীরা কী পারেন, কী পারেন না— তা বলতে গিয়ে আবুল কাসেম বলেন, ‘এটা তো আমি এখনো জানি না। আমার কথা হলো একজন প্রার্থী হবেন নির্বাচনী প্রতীক পাওয়ার পরে। এখনো কেউই কিন্তু প্রার্থী না। কারণ ৯ জানুয়ারি পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এখন পর্যন্ত ঢাকা শহরের পরিবেশ অনেক ভালো আছে। আমরা চাই, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হোক।’
রিটার্নিং কর্মকর্তা কাসেম বলেন, ‘আইন অনুযায়ী, একজন প্রচার-প্রচারণা চালাতে পারবেন ১০ জানুয়ারি থেকে। তারা তো ক্যাম্প করছে, প্রচার তো চালাচ্ছে না। যদিও আমি এর সত্য-মিথ্যা জানি না। তবে কেউ আচরণবিধি লঙ্ঘন করতে পারবে না।’
আতিকুল ইসলামের একান্ত সচিব সাইফুদ্দিন ইমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য সাহারা খাতুন। সাহারা খাতুন চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের জন্য দোয়া চেয়েছেন।’
নির্বাচনী আইন অনুযায়ী প্রতীক পাওয়ার আগ পর্যন্ত নির্বাচনী অফিস উদ্বোধন করার সুযোগ নেই। সেক্ষেত্রে আপনারা ইসির সঙ্গে কথা বলেছিলেন কি না—এমন প্রশ্নে সাইফুদ্দিন ইমন বলেন, ‘এটা তো আসলে দোয়া মাহফিলের মতো।’
যদিও এর আগে ঢাকা উত্তর সিটির আতিকুল ইসলামের পক্ষ থেকে একটি খুদে বার্তা পাঠানো হয়েছিল সাংবাদিকদের কাছে। সেখানে বলা হয়েছে, ‘৫ জানুয়ারি ২০২০, রোববার সকাল ১০.৩০ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের উত্তরা শাখার (বাংলাদেশ ক্লাব : বাড়ি নম্বর ১৩, রোড-৯, সেক্টর ৪, উত্তরা, ঢাকা) নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে।’
সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২ নম্বর ধারার ১ নম্বর উপধারা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী এলাকায় প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারবেন না।
নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর তা বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।