আত্রাই নদীতে নিখোঁজ স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মৃত পারভেজ হোসেন ও তাঁর স্ত্রী মিনি আক্তার সোমা। ছবি : সংগৃহীত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে আজ সোমবার সকালে এক ঘণ্টার ব্যবধানে তাঁদের মরদেহ নদীর পানিতে ভেসে ওঠে।

মৃত দুজন হলেন—দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

জানা গেছে, নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিলেন পারভেজ। এর মধ্যে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে নিখোঁজ হন তাঁরা। পরে পারভেজ হোসেনের মরদেহ আজ সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর নদীর ঘাট এলাকায় ভেসে ওঠে। এর ঠিক এক ঘণ্টা পর একই স্থানে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী মিনি আক্তার সোমার লাশ ভেসে ওঠে। পরে এলাকাবাসী নদীতে লাশ দুটি ভাসতে দেখে মহাদেবপুর থানায় খবর দেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করেন।

এর আগে গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে নিখোঁজ দম্পতির কোনো হদিস করতে পারেনি। পরে গতকালের জন্য উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবারও উদ্ধারকাজের প্রস্তুতি নেওয়ার সময় দুজনের মরদেহ ভেসে ওঠে।