আদালতের নির্দেশে প্রকৃত মালিককে জমি ফিরিয়ে দিলেন সিসিক

Looks like you've blocked notifications!
সিলেট সিটি করপোরেশনের দখলকৃত এই সেই জমি যা আজ সোমবার আদালতের নির্দেশে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়। ছবি : এনটিভি
ছবি : এনটিভি

 

 

অন্যের জায়গা নিজেদের দাবি করে দখলে নেয় এরপর চার মাসের মধ্যে আদালতের নির্দেশনায় ফের প্রকৃত মালিককে ফেরত দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)

আজ সোমবার দুপুরে কাউন্সিলর শান্তুনু দত্ত সিসিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে প্রকৃত মালিকের কাছে জমিটি বুঝে দেন সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান নির্বাহী বিধায়ক রায় চৌধুরী উপস্থিত ছিলেন না তবে তাদের পক্ষ থেকে একজন কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরাই এ দায়িত্ব পালন করে 

সিলেট সিটি করপোরেশন এলাকার খুলিয়াটুলায় ৩৭ শতক জায়গা গত ২১ জুলাই নিজেদের দাবি করে দখলে নেয় কর্তৃপক্ষ

১৯৪৭ সালে সিলেট নগরীর শেখঘাট খুলিয়াপাড়ায় ৩৭ শতক মূল্যবান এই জমির মালিকানা লাভ করেন জনৈক যুগেশ ব্যানার্জি পরে তার কাছ থেকে তা কিনে নেন সফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি সম্প্রতি সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী জমিটি সিসিকের মালিকানাধীন এবং উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে দাবি করে দখলে নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেন

মরহুম সফিউর রহমান চৌধুরীর ছেলে হুমায়ুন কবির চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে আদালত জমি ফেরত দিতে সিসিককে নির্দেশনা দেন এর প্রেক্ষিতে তা ফিরিয়ে দেওয়া হয়

হুমায়ুন কবির চৌধুরী বলেন, সিসিক বেআইনিভাবে জায়গাটি দখলে নিয়ে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে

ক্যাপশন- ১২ সেকেন্ড

সিলেট সিটি করপোরেশনের দখলকৃত এই সেই জমি যা আজ সোমবার আদালতের নির্দেশে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া হয়ছবি : এনটিভি