আদালতে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম : আইনজীবী
দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম আগামী ১৬ মে বা তার কাছাকাছি সময়ে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণ করার পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও করবেন।
হাজি মো. সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাঈদ আহমেদ রাজা বলেন, ‘হাজী সেলিম দেশে ফিরেছেন। তিনি আত্মসমর্পণ করবেন। তিনি আইন অমান্য করেননি।,
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইট আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফেরেন তিনি। হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্নীতির মামলায় সাজা নিয়ে ঈদের আগে অনেকটাই চুপিসারে দেশ ছেড়ে তোলপাড় ফেলে দেওয়া এই নেতা দেশে ফিরেছেনও গোপনে।
ঈদের ছুটি শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন। সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিয়েই তিনি দাবি করেন, আইন অনুযায়ীই দেশের বাইরে গিয়ে ফিরে এসেছেন হাজী সেলিম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারিক আদালত হাজী সেলিমকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল। রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ২০২০ সালের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ভার্চুয়াল বেঞ্চ তার ১০ বছরের সাজা বহাল রাখে।
গত ১০ ফেব্রুয়ারি এই রায় প্রকাশ হয়। এতে রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়। গত ৯ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।