আনিসুল হকের কাজ শেষ করবেন আতিকুল : তোফায়েল
‘মওদুদ সাহেব মিটিং করতে পারবেন, পথ সভাও করতে পারবেন, কিন্তু আমি পারব না। উনারা (বিএনপি) যখন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড। এটা কোন দেশের লেভেল প্লেয়িং ফিল্ড হলো?’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আনিসুল হকের রেখে দেওয়া কাজ শেষ করবেন আতিকুল ইসলাম আতিক।’
আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে যুবলীগ ওই মতবিনিময় সভার আয়োজন করে। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। সভায় উপস্থিত ছিলেন মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।
তোফায়েল আহমেদ বলেন, ‘তবুও আমরা এই নিয়ম মানি। কিন্তু আমিসহ এখানে যারা আছেন আমরা তো মন্ত্রী না, সংসদ সদস্য।’ তিনি আরো বলেন, ‘আনিসুল হক যখন মেয়র ছিলেন তখন তিনি ঢাকা শহরকে কীভাবে গড়ে তুলেছেন? কিন্তু বিএনপি নেতা সাদেক হোসেন খোকা তার আগে ১২ বছর মেয়র ছিলেন। তিনি শহরের কোনো কাজ করেননি। আমি বিশ্বাস করি আনিসুল হকের রেখে দেওয়া কাজ শেষ করবেন আতিকুল ইসলাম আতিক।’
তোফায়েল আহমেদ বলেন, ‘আজকে বিএনপি অভিযোগ করেছে, তাদের প্রার্থীকে আমরা জোরপূর্বক প্রত্যাহারের চেষ্টা করেছি। এ ধরনের কোনো বিষয়ই নেই। বিএনপি পরিবারতন্ত্র নিয়ে কথা বলে, কিন্তু আমি সাউথের প্রার্থীকে (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন) চিনি সাদেক হোসেন খোকার ছেলে হিসেবেই।’
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তোফায়েল বলেন, ‘প্রত্যেকে নিজের নির্বাচন মনে করে ঘরে ঘরে গিয়ে কাজ করে আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা আতিককে বিজয়ী করব। আপনারা কি রাজি আছেন?’ তিনি আরো বলেন, ‘যাদের আমরা কাউন্সিল হিসেবে মনোনয়ন দিয়েছি তারা থাকবেন, কিন্তু যাদের আমরা মনোনয়ন দিতে পারি নাই, নৌকার পক্ষে আপনারা কাজ করবেন।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন।