আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারকের ইন্তেকাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ কে এম জহির আহমেদ (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এ কে এম জহির আহমেদ। মোহাম্মদপুরের আদাবর মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১০ সালের ২৫ মার্চ বিচারক হিসেবে নিয়োগ পান এ কে এম জহির আহমেদ। তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. নিজামুল হক। তিন সদস্যের মধ্যে অপর সদস্য ছিলেন বিচারপতি এটিএম ফজলে কবীর। পরে ২০১২ সালের ২৯ আগস্ট শারীরিক অসুস্থতার কথা বলে অব্যাহতি নেন জহির আহমেদ।