আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাতকে নড়াইলে ফুলেল শুভেচ্ছা

Looks like you've blocked notifications!
নড়াইলে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত কিশোর সাদাত রহমানকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : এনটিভি

সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত কিশোর সাদাত রহমান নড়াইলে ফিরেছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে সাদাত নড়াইলে পৌঁছান। তিনি প্রথমে নড়াইল প্রেসক্লাবে যান। সেখানে পৌঁছানোর পর নড়াইল প্রেসক্লাব ও আব্দুল হাই সিটি কলেজের পক্ষ থেকে সাদাতকে বরণ করা হয়। এ সময় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ অন্য সদস্যরা, সাদাতের বাবা মো. শাকায়াৎ রহমান, মা মোসাম্মাৎ মলিনা বেগম, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক এবং কলেজের শিক্ষকসহ সাদাতের বন্ধুরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এ সময় সাদাত রহমান তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘৪২টি দেশের একজন করে শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে ভীষণ ভালো লাগছে। পুরস্কারের সম্মানী হিসেবে পাওয়া সব টাকা দেশে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে। আগামীতে আরো ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’