আপত্তিকর ভিডিও : কাউন্সিলর চিত্ত রঞ্জনের বিরুদ্ধে মামলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন। ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে এক নারী মামলা করেছেন। একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হওয়ার পর ভুক্তভোগী নারী মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরে ভুক্তভোগী নারী থানায় এসে কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস একজন আওয়ামী লীগ নেতাও। তিনি সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।