আবার ভাসল ফেরি আমানত শাহ

Looks like you've blocked notifications!
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার করে ভাসানো হয়েছে। ছবি : এনটিভি

পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ প্রায় দুই সপ্তাহ পর পানির নিচ থেকে তুলে উপরে ভাসানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ফেরিটি সম্পূর্ণভাবে ভাসিয়ে তোলা হয়। তবে আগামী আরও দুদিন পর্যবেক্ষণে রাখা হবে।

গত ২৭ অক্টোবর ১৭টি যানবাহন নিয়ে ফেরিটি ডুবে যায়। উদ্ধার কাজে নিয়োজিত করা হয় রুস্তম ও হামজা নামের দুটি উদ্ধারকারী জাহাজ। ফেরির সঙ্গে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার করা সম্ভব হলেও ফেরি‌টি ভাসানো সম্ভব হয়নি। পরে এই কাজে নিয়োজিত করা হয় বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজকে। গত চারদিন ধরে চেষ্টা করে অবশেষে তারা জাহাজটি ভাসিয়ে তুলতে বা উদ্ধার করতে সমর্থ হয়।

বাংলাদেশ আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লউটিএ) যুগ্ম পরিচালক ফজলুর রহমান জানান, উদ্ধার করা ফেরিটিকে আগামী দুদিন পর্যবেক্ষণে রাখা হবে। কোনো সমস্যা না হলে দুদিন পর ফেরি কর্তৃপ‌ক্ষের হাতে তুলে দেওয়া হবে।