আমরাও পেঁয়াজ খাই, আমরাও কষ্ট পাচ্ছি : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
আজ শনিবার দুপুরে সিলেটের আম্বরখানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে সরকার চিন্তিত। তবে শিগগিরই এর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘পেঁয়াজ আপনারাও খান, আমরাও খাই। দাম বাড়ায় আমরাও কষ্ট পাচ্ছি।’

আজ শনিবার দুপুরে সিলেটের আম্বরখানায় অটিজম শিশুদের জন্য বিশেষায়িত একটি স্কুলের উদ্বোধন কার্যক্রম শেষে সাংবাদিকদের এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘পেঁয়াজ নিত্য প্রয়োজনীয় একটি দ্রব্য। বর্তমান বাজারে এত দাম থাকায় সরকার যেভাবেই পারছে, সেভাবেই পেঁয়াজ আমদানি করছে। এমনকি বিমান, কার্গো, ট্রেন সব কিছু দিয়েই পেঁয়াজ আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিয়ন্ত্রণহীন বাজার বেশিদিন থাকবে না।’ অচিরেই বাজার নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন এম এ মান্নান।

এম এ মান্নান আরো বলেন, ‘পেঁয়াজ আমার বিষয় নয়। তবে নাগরিক হিসেবে বলছি, আমরা চিন্তিত এবং আমার বিশ্বাস, অচিরেই সমাধান হবে।’