আমরা জনবান্ধব একটি সরকার চাই : আলাল

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় আজ শনিবার বিকেলে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : এনটিভি

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘আমরা গণতন্ত্র চাই, আমরা বাংলাদেশে সাধারণ মানুষবান্ধব একটি সরকার চাই।’

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগ আজকে ক্যাসিনো লীগ হয়ে গেছে। ব্যাংকগুলোকে ফোকলা করে ফেলা হচ্ছে। নয় লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সরকার পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, লবণের সংকট নিয়ন্ত্রণ করতে পারে না। এমন সরকার আমরা চাই না।’

আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন মোয়াজ্জেম হোসেন আলাল।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। তবে পুলিশের বাধার মুখে বিক্ষোভ মিছিল না করেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আলাল।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সরকার আজ পরিবহনের লোকজনের পক্ষে নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।’

এ সময় সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস ছাত্তার ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) আব্দুল আউয়াল, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টার দিকে কলেজপাড়া এলাকায় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির বাসভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। তবে পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন নেতারা।