আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের
দিনাজপুরের হিলি উপজেলায় বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় বজ্রপাতে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো উপজেলার চেংগ্রামের মফিজ উদ্দীনের দুই মেয়ে মোছা. মোবাশ্বেরা খাতুন (৭) ও মোছা. মহসিনা খাতুন (১২)। নিহত মহসিনা ৬ষ্ঠ শ্রেণিতে এবং মোবাশ্বেরা প্রথম শ্রেণিতে লেখাপড়া করত বলে জানা গেছে।
খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আমজাদ হোসেন জানান, আজ বিকেল ৪টার দিকে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়। এ সময় দুই বোন মোবাশ্বেরা ও মহসিনা বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় আকাশে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে দুই বোন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. গাদ্দাফি শিকদার জানান, বজ্রপাতে আহত পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে শিশু দুইটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছিল। মৃত শিশুদের তার পরিবারের লোকজনেরা বাড়িতে নিয়ে গেছে।