আম পাড়তে গিয়ে আঘাত, হাসপাতালে গিয়ে করোনায় মৃত্যু

Looks like you've blocked notifications!

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী নার্সিং কলেজের তামান্না খাতুন নামের প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা সঞ্চয়পুর গ্রামের বাবুল শেখের মেয়ে। গত সোমবার মধ্য রাতে মারা গেলেও আজ বুধবার তা প্রকাশ পায়।

করোনাভাইরাসে তামান্নার মৃত্যু হয়েছে বলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবীর নিশ্চিত করেছেন।

তামান্নার মামা হাসিবুল হাসান বলেন, গাছের আম পাড়তে গিয়ে তামান্না পেটে আঘাত পান। আহত অবস্থায় প্রথমে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গত ২৮ মে তাঁকে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি করোনায় আক্রান্ত হন। ৮ জুন রাতে তাঁর মৃত্যু হয়। গতকাল রাতে তাঁর লাশ পাবনায় এনে দাফন করা হয়।