আরও কিছুদিন দূরপাল্লার গণপরিবহণ বন্ধের সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়

Looks like you've blocked notifications!
সচিবালয়ে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনার ভারতীয় ধরন খুব আক্রমণাত্মক। তবে, তা দেশে খুব বেশি ছড়ায়নি। দূরপাল্লার গণপরিবহণ ও সীমান্ত আরও কিছুদিন বন্ধ রাখার সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।’ সচিবালয়ে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ভারতের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত আরও কিছু দিন বন্ধ রাখতে হবে। দূরপাল্লার বাস, লঞ্চ ও রেল যোগাযোগ বন্ধের মেয়াদ আরও বাড়াতে হবে।’

করোনার টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতের সঙ্গে তিন কোটি টিকার চুক্তি রয়েছে। কিন্তু আমরা ৭০ লাখ পেয়েছি। অবশিষ্ট টিকা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ছে। এটা দুঃখজনক। ফলে দ্বিতীয় ডোজ নিয়ে আমরা চিন্তিত।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা আপাতত অন্য দেশ থেকে টিকা কিনে আনার জন্য চেষ্টা করছি। এ ছাড়া উৎপাদনের ক্ষেত্রে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে। কাজেই যত দ্রুত সম্ভব, বিদেশ থেকে কিনে আনার চেষ্টা করছি।’ আগামী ২৫ মে থেকে চীনের টিকা প্রয়োগ শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।