আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ নেই : হানিফ

Looks like you've blocked notifications!
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশে আরব বসন্তের স্বপ্ন দেখে বিএনপির লাভ হবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে।’

আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ওই আলোচনা সভার আয়োজন করে।

আলোচনায় মাহবুব উল আলম হানিফ বিএনপির অতীত এবং বর্তমান রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘এটা ইরাক বা মিসর নয়, এটা আরব নয় যেখানে আরব বসন্ত হবে। এটা বাংলাদেশ। আওয়ামী লীগ ওই মিসরের বা আরবের কোনো সংগঠন নয়। এই বাংলাদেশে, এই আওয়ামী লীগের শিকড় বাংলার মাটির গভীরে আছে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি নেতাকর্মী আছে। আপনাদের মতো এই অশুভ তৎপরতাকে রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ যথেষ্ট শক্তিশালী, এটা মাথায় রাখবেন। এখানে আরব বসন্তের স্বপ্ন দেখে লাভ হবে না।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : ফোকাস বাংলা

আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, শেখ হাসিনা আছেন তো বাংলাদেশের গণতন্ত্র আছে।

মতিয়া চৌধুরী বলেন, গণতন্ত্র হত্যা করতে এই বিএনপি কী না করছে। মানুষ মারছে, পুলিশ মারছে, রেল লাইন উঠায়া দিছে, তারপরও নির্বাচন বন্ধ করতে পারে নাই। কারণ গণতন্ত্র শক্ত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে।

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘করোনাকালে তারা (বিএনপি) অপেক্ষা করেছে কখন দেশের অর্থনীতি ভেঙে পড়বে। কিন্তু যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা অর্থনীতিতে বিশ্বকে তাক লাগিয়ে দিছেন। কাজেই সামনের বাজেটে আমরা কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারব ইনশা আল্লাহ তাতে কোনো সন্দেহ নাই।’ এ সময় তিনি আগামী নির্বাচনের আগে পদ্মা সেতু চালু হওয়ারও আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহম্মেদ মন্নাফী।