আলভী ট্রাভেলসের কাছে পাওনা থাকলে ধর্ম মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ
হজ লাইসেন্স প্রত্যাহার করে জামানতের টাকা ফেরত চেয়েছে ধর্ম মন্ত্রণালয়ের নিবন্ধিত হজ এজেন্সি আলভী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এ জন্য প্রতিষ্ঠানটির কাছে কারও পাওনা থাকলে জানাতে বলেছে মন্ত্রণালয়। আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের নিবন্ধিত হজ এজেন্সি আলভী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (হজ লাইসেন্স নং-৬৭৭) থেকে হজ লাইসেন্স প্রত্যাহার করে জামানতের ২০ লাখ টাকার এফডিআর ফেরত দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। তাই এ এজেন্সির কাছে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের পাওনা বা অভিযোগ থাকলে আগামী ৪ অক্টোবরের মধ্যে প্রমাণসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।