আলামত সংগ্রহের সময় হামলায় আহত ৫ পিবিআই সদস্য
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় রিমান্ডের দুই আসামিকে নিয়ে আলামত সংগ্রহের সময় আসামিদের লোকজনের হামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পাঁচ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ পিবিআই পরিদর্শক আব্দুর রউফ জানান, গতকাল বুধবার সকালে মাদ্রাসাছাত্র হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তারকৃত আসামি সাব্বির ও হৃদয়কে দুদিনের রিমান্ডে নেওয়া হয়। তাদের নিয়ে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায় একটি পুকুরে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত উদ্ধারে যায় পিবিআইয়ের একটি দল।
রাত সাড়ে ১০টার দিকে একটি পুকুর থেকে ছুরি জব্দ করা হয়। এরপর আসামিদের নিয়ে ছুরিসহ ছবি তোলার সময় আসামি সাব্বিরের পরিবারের লোকজন জড়ো হয়ে পিবিআই সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় কমপক্ষে পাঁচ পিবিআইয়ের সদস্য আহত হন।
আহতদের মধ্য থেকে পিবিআই উপপরিদর্শক (এসআই) সোহেল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পিবিআইর পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
২০১৯ সালের ৩০ নভেম্বর রাতে বাড়ির পাশে ওয়াজ শুনতে যাওয়ার পর মাদ্রাসাছাত্র আল আমিন নিখোঁজ হয়। নিখোঁজের চার দিন পর ওই এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের পেছন থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
আল-আমিন আড়পাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার করা হয় সাব্বির ও হৃদয়কে।