আ.লীগের অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে : দীপু মনি

Looks like you've blocked notifications!
সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক তুলে দিচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : এনটিভি

বিএনপির কথায় নয়, সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার সন্ধ্যায় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে ওস্তাদ লিও জে বাড়ৈ স্মৃতিপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের প্রত্যাশা সেই নির্বাচনে বাংলাদেশের সব দল অংশ গ্রহণ করবে।’

‘নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, বিএনপি ততই দেশের মানুষকে বিভিন্নভাবে বোকা বানিয়ে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে’ বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের ঘটেছে, যা নিয়ে বিএনপি-জামায়াত দেশের মানুষকে ভুল বোঝাতে চাচ্ছে।’

অনুষ্ঠানে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গনি, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ড. লীনা তাপসী খান প্রমুখ উপস্থিত ছিলেন।