আ.লীগ নেতা আবুল ফজল মাস্টারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ সভাপতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার গতকাল সোমবার ৭৮ বছর বয়সে মারা গেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে আবুল ফজল মাস্টারের মৃত্যুতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোক জানিয়েছেন।
বিবৃতিতে সেতুমন্ত্রী মরহুম আবুল ফজল মাস্টারের আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।