আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি, পরশুরাম উপজেলাজুড়ে ১৪৪ ধারা জারি

Looks like you've blocked notifications!
ফেনীর পরশুরামে মঙ্গলবার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ছবি : এনটিভি

ফেনীর পরশুরামে আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরশুরাম উপজেলাজুড়ে ১৪৪ ধারা জারি থাকবে। গতকাল সোমবার রাতে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শামসাদ বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

ইউএনও সৈয়দা শমসাদ বেগম বলেন, ‘দুটি রাজনৈতিক দল একই সময় একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব ধরনের গণজমায়েত সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।’

মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ ও র‍্যাব মোতায়েন দেখা গেছে।

পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ের সামেন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু গতকাল সন্ধ্যা থেকে আওয়ামী লীগের নেতারা বিএনপির কর্মসূচিকে পণ্ড করার জন্য পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি যাতে সমাবেশ করতে না পারে এজন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করে সমাবেশের ডাক দেয়। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ মজুমদার বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে। তাই তারা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আওয়ামী লীগকে দোষারোপ করছে। আমাদের পূর্বের কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে সমাবেশের ডাক দিয়েছি। কিন্তু বিএনপি সে কর্মসূচি পণ্ড করার জন্য সেখানে সমাবেশের ডাক দেয়। তাই উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলার অবনতির কথা চিন্তা করে সেখানে ১৪৪ ধারা জারি করে।’

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মঙ্গলবার ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য আমরা প্রস্তুত রয়েছি।’