আ.লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ

Looks like you've blocked notifications!
হামলায় ক্ষতিগ্রস্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজি মো. শাহাবু‌দ্দিন জনির নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত ট্রাক। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ক‌রে‌ছেন ওই ওয়া‌র্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হাজি মো. শাহাবু‌দ্দিন জনি। মারধরের অভিযোগে সূত্রাপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয়েছে বলে জানান শাহাবু‌দ্দিন জনি। শাহাবুদ্দিন জনি কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি।

শাহাবু‌দ্দিন জনি এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল রোববার বিকেলে সদরঘাটের সাইকেল মাঠ এলাকায় একটি পিকআপভ্যানে করে নির্বাচনী প্রচারণা চালা‌চ্ছি‌লেন আমার সমর্থকরা। এ সময় হঠাৎ করে কাউন্সিলর প্রার্থী আবদুর রহমান মিয়াজীর সমর্থকরা আমার গাড়ি ও লোকজনের ওপর হামলা চালায়। এতে আমার বেশ ক‌য়েকজন সমর্থক আহত হন। নির্বাচনী কাজে ব্যবহার করা পিকআপভ্যানটি ভাঙচুর করা হয়েছে। পরে আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।’

এদিকে এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শাহাবু‌দ্দিন জনি আরো ব‌লেন, ‘মারধরের অভিযোগে আমি সূত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান কাউন্সিলর আবদুর রহমান মিয়াজী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার ওপর দোষ চাপানোর জন্য তারা নিজেরাই এ রকম একটা ঘটনা সাজিয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ করেছে। তা‌দের অভিযোগ সত্য নয়। তবে আমি শুনেছি এটা জোরে মাইক বাজানোর কারণে এলাকার মুসল্লিরা করেছে।’

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।