আশুগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে ঘোষিত দুই কমিটিই বাতিল

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের নেতাদের সঙ্গে আশুগঞ্জ উপজেলা যুবলীগের নেতাদের আলোচনা সভা। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পাল্টাপাল্টি ঘোষিত দুটি কমিটিই বাতিল ঘোষণা করেছে উপজেলা যুবলীগ।

আজ বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান মনি, যুগ্মআহ্বায়ক আতাউর রহমান কবির এবং অ্যাডভোকেট মোশাররফ হোসেন যুবলীগের প্যাডে স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে  বলেন, গত ২৬ সেপ্টম্বর গঠন করা উপজেলার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের কমিটির সভাপতি শাহাজাহান খান এবং সাধারণ সম্পাদক সুজাত সিদ্দিকী রেদায়ানের কমিটি নিয়ম মেনে না করায় বাতিল করা হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুর রহমান মনির সঙ্গে ফোনে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবির এ বিষয়ে বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে দুর্গাপুর ইউনিয়নের গঠিত দুটি কমিটিই বাতিল করা হয়েছে।’

আশুগঞ্জ উপজেলা যুবলীগের অপরাংশের সদস্য সচিব মোহাম্মদ শাহিন আলম বকসি কমিটি বাতিলের কথা স্বীকার করে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে দুর্গাপুর ইউনিয়নের কমিটি বাতিল করা হয়েছে।’