আশুগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ মকবুল ও নবজাতকের দাফন সম্পন্ন
আশুগঞ্জ উপজেলায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ বাবা মকবুল হোসেন, তার অগ্নিদগ্ধ স্ত্রী রেখা বেগমের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রসব করা নবজাতকের (কন্যা সন্তান) দাফন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শরীফপুর ঈদগাহ মাঠে একসঙ্গে জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে ছোট ছেলে যোবায়েরের কবরের পাশে দাফন করা হয়।
মকবুলের জানাজায় আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজি মোহাম্মদ ছফি উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজি সমিতির সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা, প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান কবির, মতিউর রহমান সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহীন সিকদার, শ্রমিকলীগের সভাপতি আবু মুসা উপস্থিত ছিলেন।
জানা যায় সংক্ষিপ্ত আলোচনা শেষে মকবুলের জানাজা পড়ান জেলা কাজি সমিতির সভাপতি কাজী মহিউদ্দিন মোল্লা। জানাজা শেষে শরীফপুর কান্দাপাড়া কবরস্থানে আগের দিন অগ্নিকাণ্ডে নিহত ছেলে যোবায়েরের পাশে মকবুল এবং নবজাতককে দাফন করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় মকবুলের ছোট ছেলে ঘটনাস্থলেই মারা যায় পরে মকবুল ও তর স্ত্রী এবং তার বড় ছেলেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা যান মকবুল।
এদিকে মকবুলের স্ত্রী এবং বড় ছেলে জয় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।