আশুগঞ্জে ট্রাক্টরচাপায় কৃষক নিহত

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা চকবাজারে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ট্রাক্টরচাপায় নিহত মো. খায়েশ মিয়ার লাশ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা চকবাজারে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ট্রাক্টরচাপায় এক কৃষক নিহত হয়েছেন।

নিহত কৃষক হলেন আড়াইসিধা ইউনিয়নের মো. খায়েশ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী এবং কায়েশ মিয়ার চাচাতো ভাই মনির জানান, আজ সকালে উপজেলার আড়াইসিধা চকবাজার থেকে কৃষিকাজ করানোর জন্য শ্রমিক আনতে যান খায়েশ মিয়া। যাওয়ার পথে আড়াইসিধা চকবাজারের মাঝখানের সড়কে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এ সময় খায়েশ মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজন তা দেখে দ্রুত ট্র্রাক্টরের নিচ থেকে তাকে উদ্ধার করে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভৈরব উপজেলার কালিকা প্রসাদ বাজারে পৌঁছার পর তিনি মারা যান। এর পরও তাকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে আশুগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

আশুগঞ্জ থানায় মো. খায়েশ মিয়ার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। চালক ও ট্রাক্টরটি আটক করা হয়েছে।’