আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে আজ মঙ্গলবার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে সিলেটগামী সুগন্ধা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জের ভৈরবগামী রোডমাস্টার পরিবহণের আরেকটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম জানান, দুই বাসের সংঘর্ষে দুইজন আহত হওয়ার কথা তিনি শুনেছেন।