আশুগঞ্জে বিনামূল্যে চোখের চিকিৎসা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামে বিনামূল্যে আট শতাধিক লোকের চোখের ছানির অপারেশন ও লেন্স লাগানোসহ সব ধরনের চক্ষুরোগীদের চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ও মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে এই চিকিৎসা শিবিরের আয়োজন হয়।
ডা. এম এ আফজাল ভূঁইয়ার (কাওছার) সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরের পাবলিক রিলেশন অফিসার আবু জাফরের নেতত্বে ১০ জন চক্ষুরোগ বিশেষজ্ঞ এলাকার বিভিন্ন গ্রাম থেকে আসা আট শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেন। দুপুর ২টা ১২০ জন রোগীকে ক্যাটারেক্ট চোখ ছানি অপরেশন করার জন্য বাছাই করা হয় এবং ৩০০ জনকে চশমা দেওয়াসহ বিনামূল্য ওষুধ দেওয়া হয়।
২০০৩ সালে প্রতিষ্ঠার পর আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে আসছে। এ সময় আব্দুল হামিদ ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া, এক্সিকিউটিভ চেয়ারম্যান পানি বিজ্ঞানী ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা সদস্য অধ্যাপিকা মাহফুজা খানমসহ ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।