আশুগঞ্জে মাছ ধরতে গিয়ে সাপের দংশনে বৃদ্ধার মৃত্যু

Looks like you've blocked notifications!
সাপের দংশন । ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তারুয়ায় সাপের দংশনে শরীফা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।  রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। 

বৃদ্ধার ছেলে এনামুল জানান, গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর মা বৃদ্ধা শরীফা (৫৫) বাড়ির পাশে পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তাকে সাপে দংশন করে। সঙ্গে সঙ্গে তার সারা শরীরে ব্যথা শুরু হলে তিনি বাড়িতে গিয়ে সাপে দংশনের কথা জানান। একথা শুনে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে  তাকে চিকিৎসা দিতে টালবাহান শুরু করেন ডাক্তাররা। রাত সাড়ে ১০টার দিকে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং রক্ত পরীক্ষা করেন। রক্ত পরীক্ষা করে সাপের কামড়ের অস্তিত্ব পায়। পরবর্তীতে সাপের বিষ নষ্ট করতে ইনজেকশন পুশ করে। সাপের ইনজেকশন পুশ করার কিছুক্ষণের মধ্যেই শরীফা বমি করতে শুরু করেন। বমি করতে করতে শরীফা মারা যান।

এ বিষয়ে শরীফার ছেলে এনামুল বলেন, ‘চিকিৎসকরা চিকিৎসা করতে দেরি এবং অবহেলা করায় আমার মা মারা গেছেন। দ্রুত এবং সঠিক চিকিৎসা পেলে আমার মা মারা যেত না। আমি এর সুষ্ঠু তদন্ত করে চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, ‘আমার কাছে কেউ কোনো অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’