আশুগঞ্জে মেঘনাতীরের ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনাতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বিআউডব্লিউটিএ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদী তীরের দ্বিতীয় দিনের অভিযানে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক মোহাম্মদ শাহিদুল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব জামিল, ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ তরিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।

বিআইডব্লিউটিএ-এর উপপরিচালক মোহাম্মদ শাহিদুল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, ‘নদী হচ্ছে আমার জীবন, প্রাণ। জীবন রক্ষা করতে হলে যা যা করা দরকার আমরা সেটাই সুন্দর করে করতে চাই। এর আগে গত মাসে আমরা প্রথমে অবৈধ দখলদারদের সতর্ক করেছি এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করেছি। তারপরও তাঁরা তাঁদের স্থাপনা সরিয়ে নেয়নি। আমরা বাধ্য হয়ে নদীতে রক্ষা করতে অবৈধ স্থাপনা দুইদিন ধরে উচ্ছেদ করছি।’

উপপরিচালক আরো বলেন, ‘আমরা আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। আমাদের সঙ্গে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাঁর নেতৃত্বে আমরা এ অভিযান চালাচ্ছি। এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই। পরবর্তীতে যাঁরাই নদী দখল করতে আসবে বিআউডব্লিউটিএ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’