আশুগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।

আশুগঞ্জ রেলস্টেশনের সহকারী মাস্টার নুরুন্নবী জানান, আজ মঙ্গলবার ভোরে রেলস্টেশনের দক্ষিণ পাশের প্ল্যাটফর্মে কয়েকটি শিয়াল ঘোরাঘুরি করছিল। পরে আমি সেখানে গিয়ে দেখি, পা কাটা অবস্থায় একজনের লাশ পড়ে আছে। পরে আখাউড়া রেল পুলিশকে খবর দেই। রেলপুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠায়।’

রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সাতেফুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি আশুগঞ্জ রেলস্টেশনে গিয়ে লাশের সুরতহাল করি। লাশ দেখে এবং স্টেশনের লোকজনের কাছ থেকে জেনে নিশ্চিত হওয়া যায় যে, ট্রেনে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লোকটি মারা গেছেন। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’