আশুলিয়ায় পোশাক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, রুমমেট পলাতক
সাভারের আশুলিয়ায় মোহন আলী নামের এক পোশাক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মোহন আলী কুমিল্লার বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার এনামুল মোল্লার বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে রুমমেট হিসেবে থাকতেন রাকিব হোসেন নামের এক যুবক। এ হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু জানিয়েছেন, গতকাল রোববার গভীর রাতে মোহন আলী নামের ওই ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আজ সকালে ঘরের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
তবে মোহন আলীকে কেন হত্যা করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনার পর থেকে মোহন আলীর রুমমেট রাকিব হোসেন পলাতক রয়েছেন। পুলিশ বলছে, রাকিব হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে তারা।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।